ইন্দোনেশিয়ায় হামলাকারীদের মধ্যে একই পরিবারের ৫ জন

ইন্দোনেশিয়ায় হামলাকারীদের মধ্যে একই পরিবারের ৫ জন
ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী সুরাবায়ায় সোমবার একটি পুলিশ সদরদপ্তরে মোটরসাইকেলে চড়ে আত্মঘাতী হামলাকারীরা বোমা হামলা চালিয়েছে। এতে তারা নিহত হয়েছে। এছাড়া এই ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ‘পুলিশ দফতরে বোমা হামলাকারী পাঁচ জন একই পরিবারের। এর আগে রবিবারও আরেকটি পরিবার দেশটির তিনটি গির্জায় হামলা চালিয়েছিল।’
আগেই নিরাপত্তা ক্যামেরায় দেখা গিয়েছিল, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলে দুইজন আরোহী ছিল। এদের একজন নারী। একটি তল্লাসি চৌকির কাছে পৌঁছে মোটরসাইকেল আরোহীরা তাদের কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। এবার জানা গেল হামলাকারীরা একই পরিবারের।

তিনটি গির্জায় ভয়াবহ বোমা হামলা চালানোর মাত্র একদিন পরেই এ হামলা চালানো হল। গির্জায় হামলার ঘটনায় অন্তত ১৪ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এই ঘটনায় হামলাকারীদের সঙ্গে থাকা ৮ বছর বয়সী একটি মেয়ে শিশু আহত হয়েছে। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। ইস্ট জাভা পুলিশের মুখপাত্র ফ্র্যান্স বারুং মাঙ্গেরা বলেন, ‘দুষ্কৃতকারীরা দুটি মোটরসাইকেলে করে এ হামলা চালায়। তারা সবাই নিহত হয়েছে। ইতোমধ্যে এই হামলার দায় স্বীকার করে নিয়েছে তথাকথিত জঙ্গি গোষ্ঠী আইএস।’ বিবিসি।
ইত্তেফাক/সেতু

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা