হাত মিলিয়েও ট্রাম্পে কড়া মাকরঁ

Trump and Macron
সাক্ষাতেই দুই রাষ্ট্রপ্রধানের ‘সখ্য’ নজর কেড়েছিল গোটা বিশ্বের। পরস্পরকে আলিঙ্গনই হোক বা বার বার একে অন্যের কাঁধ চাপড়ে দেওয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁর আলাপচারিতায় ঠাট্টার ছলে মাকরঁর স্যুট থেকে ট্রাম্পের খুসকিও ঝেড়ে দেওয়ার দৃশ্যও নজর কেড়েছে সবার। তবে এক দিনের মাথায়, বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্পের জাতীয়তবাদী নীতি ও রাজনৈতিক আদর্শের সমালোচনা শোনা গেল সেই মাকরঁরই মুখে।
যে অতি-দক্ষিণ হাওয়া গোটা ইউরোপকে এখন চিন্তায় ফেলেছে, মাকরঁ তার বিরুদ্ধে জিতে ক্ষমতায় এসেছেন। তাই ট্রাম্পের সঙ্গে তাঁর নৈতিক বিরোধিতা নতুন কিছু নয়। কিন্তু আমেরিকায় সৌজন্য সফরে এসে প্রথম দফাতেই সেই বিরোধ প্রকাশ করেননি তিনি। বক্তৃতার শুরুতেই দুই বিশ্বযুদ্ধের সময় থেকে এখনও পর্যন্ত ঘরে-বাইরে দুই দেশের সন্ত্রাসবিরোধী যৌথ লড়াইকে কুর্নিশ জানান তিনি। আর তার পরেই ঢুকে যান ট্রাম্পের রাজনৈতিক-নীতি প্রসঙ্গে। বারবার বিঁধেছেন মার্কিন প্রেসিডেন্টের ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে। তিনি বলেন, ‘‘আমরা সারা বিশ্ব থেকে নিজেদের আলাদা করতে পারি। কট্টর জাতীয়তাবাদকে বেছে নিতে পারি। কিন্তু এ সবই ভয় কাটানোর জন্য সাময়িক দাওয়াই।’’  তাঁর মতে, বিশ্বের জন্য দরজা বন্ধ করে রাখলেও দুনিয়া বদলে যাবে না। ভয়-ভীতি বা সন্ত্রাস থেমে যাবে না। বরং চাপা দেওয়ার চেষ্টা করলে নাগরিকদের মধ্যে জমা ভয় আরও উস্কে উঠবে।

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা