কিমের সঙ্গে বৈঠক করতে উত্তর কোরিয়া যাবেন পম্পেও
পারমাণবিক নিরস্ত্রীকরণ কার্যক্রম জোরদার করা বিষয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের সঙ্গে আলোচনা করতে রবিবার দেশটিতে সফর করবেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ার্ট বলেন, উত্তর কোরিয়ার পাশাপাশি পম্পেও জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনও সফর করবেন। অক্টোবরের ৬ থেকে ৮ তারিখের মধ্যে দেশগুলোতে যাবেন পম্পেও।
নুয়ার্ট বলেন, এক বছরেরও কম সময়ের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী উত্তর কোরিয়ার চতুর্থবারের মতো সফর করতে যাচ্ছেন। আমি মনে করি(নিরস্ত্রীকরণের ক্ষেত্রে) এবিষয়টি অগ্রগতি ও গতিশীলতার প্রমাণ। অবশ্যই, পুরো প্রক্রিয়া শেষ হতে এখনো অনেক পথ বাকি তবে আমরা আসন্ন আলোচনায় পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করার অপেক্ষায় রয়েছি। -দ্য গার্ডিয়ান
ইত্তেফাক/ জেআর
Comments