চিঠি লিখে জিতে নিন বাড়ি!
- Get link
- X
- Other Apps

বিবিসির খবরে বলা হয়েছে, এই সুযোগ পাওয়া যাচ্ছে কানাডার কালগ্যারি শহরে। বাড়িটির মালিক আলা ওয়াগনার চিঠি লেখা প্রতিযোগিতার আয়োজন করেছেন। আগ্রহী ব্যক্তিদের ১৯ ডলারের এন্ট্রি ফি দিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। একটি প্রশ্নের উত্তর দিতে হবে চিঠিতে। প্রশ্নটি হলো- ‘লেকের সামনের এই বাড়িতে চলে এলে আপনার জীবনে কী পরিবর্তন আসবে?’
ফেসবুকে দেওয়া এক পোস্টে বাড়ির মালিক লিখেছেন, ‘এই বাড়িতে আমার পরিবারের অনেক স্মৃতি আছে। সেগুলো অমূল্য। পুকুরে হাঁসগুলোর ঘুরে বেড়ানোর দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে। দেখা যায় খোলা আকাশ। রাতে দেখা যায় তারাভরা আকাশ। এমনকি বরফের চূড়াওলা পাহাড়ও চোখে পড়বে।’

আগামী এপ্রিল মাস পর্যন্ত চলবে এই চিঠি লেখা প্রতিযোগিতা। তবে প্রাথমিক অংশগ্রহণকারীর সংখ্যা ৬০ হাজার পেরিয়ে গেলে সময় বাড়ানো হতে পারে।
এ ধরনের আয়োজন অবশ্য এবারই প্রথম নয়। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের মেইন রাজ্যে সেন্টার লাভেল ইন নামের একটি স্থাপনার মালিকানা রচনা প্রতিযোগিতায় হাতবদল হয়েছিল। অবশ্য ওই ঘটনায় কিছু জটিলতাও সৃষ্টি হয়েছিল। প্রতিযোগিতাটি আদৌ বৈধ ছিল কি না, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছিল।

- Get link
- X
- Other Apps
Comments