মায়ের অনুরোধে সন্তানকে নিতে ফিরলো বিমান

প্রতীকী ছবি
শিশুকে সঙ্গে নিতে ভুলে গেলেন মা। এর মধ্যেই গন্তব্যে যেতে উড়াল দিয়েছে বিমান। মাঝপথে দেখলেন বিমানবন্দরে রেখে এসেছেন নিজের সন্তানকে। তখনই বিমান ক্রুকে জানালেন একথা। পাইলট জানতে পেরে মাঝপথ থেকে ফিরে শিশুকে নিয়ে তবেই গেলেন গন্তব্যে।
এক ভিডিওতে দেখা যায় এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে পাইলট অস্বাভাবিক কথা বলছেন। কথোপকথনে তিনি ফের কিং আব্দুল আজিজ বিমান বন্দরে ফেরার অনুমতি চান। পাইলট বলেন, আল্লাহ আমাদের সহায় হোন। আমরা কি পুনরায় ফিরতে পারি।
এমন কথোপকথন ট্রাফিক কন্ট্রোলারদের কাছে অস্বাভাবিক মনে হয়। তখন তিনি পাইলটের কাছে এর কারণ জানতে চান। জবাবে পাইলট বলেন, এই ফ্লাইটটিকে ফিরতে অনুরোধ জানানো হয়েছে। একজন যাত্রী তার শিশু সন্তানকে ভুলে রেখে এসেছেন। ট্রাফিক অপারেটর প্রথমে অনুমতি দিতে রাজি হননি। পরে ফের অপারেটর জানান, ঠিক আছে, তুমি ফেরত যেতে পার।
আরও পড়ুন: নুরকে বুকে জড়িয়ে ধরলেন শোভন, এক সঙ্গে কাজ করার অঙ্গীকার বিমানে এভাবে মাঝপথ থেকে ফিরে আসার ঘটনা বিরল। ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস থেকে নিউইয়র্কগামী একটি বিমান এবং পরের বছর দক্ষিণ কোরিয়া থেকে নিউইয়র্কগামী আরেকটি বিমান সিউলে ফিরে এসেছিল।
ইত্তেফাক/কেআই
Comments