মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম হিন্দু প্রার্থী
হাওয়াইয়ে ডেমোক্রেটিক প্রতিনিধি তুলসি গব্বর ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। শনিবার সিএনএনে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দেন। মার্কিন এ রাজনীতিবিদ প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার বিষয়ে আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন।
৩৭ বছর বয়সী তুলসি মার্কিন ইতিহাসে প্রথম হিন্দু হিসেবে কংগ্রেসে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন। সম্প্রতি তিনি নিউ হ্যাম্পশায়ার ও আইওয়া চষে বেড়িয়েছেন। আত্মজীবনী লিখেছেন যেটি আগামী মে মাসে প্রকাশিত হবে।
২০১৬ সালে সিরিয়া সফরকালে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করে সমালোচিত হন তুলসি। সেসময় তুলসি জানান, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিরোধী পক্ষের সঙ্গে আলোচনায় বসাটাকেই তিনি প্রাধান্য দিয়েেছেন।
২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী বাছাইয়ের নির্বাচনে বার্নি স্যান্ডার্সের প্রতি সমর্থন জানিয়েছিলেন তুলসি। যদিও পরে জয়ী হন হিলারি ক্লিনটন।
প্রেসিডেন্ট নির্বাচিত হলে অনেকগুলো রেকর্ড গড়বেন তুলসি। তার মধ্যে আছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট, প্রথম নারী প্রেসিডেন্ট, প্রথম হিন্দু প্রেসিডেন্ট। সূত্র: টাইম সাময়িকী
বিডি প্রতিদিন/ফারজানা
Comments