আন্তর্জাতিক বাজারে কমবে তেলের দাম

আন্তর্জাতিক বাজারে কমবে তেলের দাম
আগামী জুলাই থেকে সৌদি আরব ১ কোটি ৮০ লাখ ব্যারেল তেল উত্তোলনের পরিকল্পনা নিয়েছে। এটি হবে সৌদি আরবের খনিজ তেল উৎপাদনের সর্বকালের সর্বোচ্চ রেকর্ড।
বিশেষজ্ঞরা ভাবছেন আগামী মাস থেকে তাই আন্তর্জাতিকভাবে কমবে খনিজ তেলের দাম। চলতি বিশ্বকাপ আসরে রাশিয়ায় উপস্থিত হয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সে সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৈঠকে হয়। বৈঠকে সৌদি আরবের তেল উত্তোলন সংক্রান্ত আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, সৌদি আরবের জাতীয় তেল উত্তোলন কোম্পানি 'আরামকো' আগামী জুলাই মাস থেকে অতিরিক্ত ৮০ লাখ ব্যারেল তেল উত্তোলন করবে।
এছাড়া বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, আগামী নভেম্বর মাসে মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। ট্রাম্প চান নির্বাচনের আগে বিশ্ববাজারে তেলের দাম কম দেখাতে। এজন্য সৌদি আরবকে ট্রাম্প বাড়তি তেল উত্তোলনের চাপ দিয়ে আসছিলেন। তাতে শেষমেশ সায় দিল সৌদি আরব।
ইত্তেফাক/এসরআর/নূহু

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা