ইতালির প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে আসছেন ৩০ জুলাই
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ৩০ জুলাই ওয়াশিংটনে ইতালির প্রধানমন্ত্রী গুসেপে কোন্তের সঙ্গে সাক্ষাত করবেন। বুধবার হোয়াইট হাউস একথা জানিয়েছে।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘আটলান্টিকের উভয় প্রান্তের বৈশ্বিক সংঘাত মোকাবেলা এবং অর্থনৈতিক উন্নয়নে যুক্তরাষ্ট্র ও ইতালি পরস্পরকে আন্তরিকভাবে সহযোগিতা করবে।’
বিবৃতিতে আরো বলা হয়, ইতালি হচ্ছে ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ মিত্র দেশ। তারা ভূমধ্যসাগর অঞ্চলের স্থিতিশীলতা আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।-এএফপি।
ইত্তেফাক/মোস্তাফিজ
Comments