দুই কোরিয়ার মধ্যে সংযোগ সড়ক নির্মাণের বিষয়ে আলোচনা শুরু

দুই কোরিয়ার মধ্যে সংযোগ সড়ক নির্মাণের বিষয়ে আলোচনা শুরু
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সড়ক পথে দিয়ে যাতায়াতের লক্ষ্যে দুই দেশের পরিবহন সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা বৃহস্পতিবার আলোচনা শুরু করেছেন। সিউল ও পিয়ংইয়ের মধ্যে সরাসরি গাড়ি নিয়ে যাতায়াতের লক্ষ্যে একটি সংযোগ সড়ক নির্মাণে তারা এ উদ্যোগ নিয়েছেন। খবর বার্তা সংস্থা তাস-এর।
বার্তা সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে খবরে বলা হয়, দুই কোরিয়াকে বিভক্তকারী বেসামরিক এলাকা পানমুনজোমে দুই কোরিয়ার মধ্যে সংযোগ সড়ক বিষয়ক বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।
ইয়োনহাপ জানায়, উত্তর কোরিয়ার কায়েসং ও দক্ষিণ কোরিয়ার মুনসানের মধ্যে ১৯ কিলোমিটার সড়কপথ নির্মাণের বিষয়েই মূলত আলোচনা হচ্ছে।
যদিও এ পর্যন্ত উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অর্থনৈতিক অবরোধের কারণে দুই কোরিয়ার মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা ব্যাহত হয়েছে।
উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এ অবরোধ আরোপ করা হয়।
২৭ এপ্রিল পানমুনজোমে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে বৈঠক হয়।
দশ বছরের বেশি সময়ের মধ্যে এটাই ছিল দুই কোরিয়ার মধ্যে প্রথম শীর্ষ বৈঠক। বৈঠকটিতে দুই নেতা শান্তি, সমৃদ্ধি ও একত্রীকরণের ঘোষণা দিয়েছেন। বাসস।
ইত্তেফাক/ জেআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা