মাঝ আকাশে প্লেনের ইঞ্জিনে আগুন! পাইলটের দক্ষতায় বাঁচল ১৮০ যাত্রীর প্রাণ

মাঝ আকাশে প্লেনের ইঞ্জিনে আগুন! পাইলটের দক্ষতায় বাঁচল ১৮০ যাত্রীর প্রাণ

মাঝ আকাশে আগুন লাগল ইন্ডিগোর দিল্লিগামী প্লেনে। রবিবার দিবাগত রাত ১টার দিকে গোয়া থেকে দিল্লি যাচ্ছিল বিমানটি। কিন্তু আকাশে ওড়ার মিনিট ২০ পরেই বিমানের একটি ইঞ্জিনে আগুন লেগে যায়। বাধ্য হয়ে বিমানচালক মাঝ আকাশ থেকে বিমানটিকে ফিরিয়ে আনেন গোয়ার ডাবোলিম আন্তর্জাতিক বিমানবন্দরে। সে সময় গোয়ার একজন মন্ত্রীসহ ওই বিমানে মোট ১৮০ জন যাত্রী ছিল বলে জানা গেছে।
ইন্ডিগোর ওই বিমানের বাঁ-দিকের ইঞ্জিনে আগুন লাগার পর তাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কে সবাই চিৎকার শুরু করে দেয়। সেই বিমানে দিল্লি যাচ্ছিলেন গোয়ার পরিবেশমন্ত্রী নীলেশ কাব্রাল ও তার সঙ্গীরা।
নীলেশ এক সংবাদমাধ্যমকে বলেন, “আকাশে ওড়ার মিনিট ২০ পরই বাঁ-দিকের ইঞ্জিনে আগুন লাগে। তা দেখে যাত্রীরা চিৎকার শুরু করে দেয়। কিন্তু পাইলট সেই ইঞ্জিন বন্ধ করে দেন ও পরিস্থিতি দারুণভাবে মোকাবিলা করেন।”
কাব্রাল আরও জানিয়েছেন, গোয়া বিমানবন্দরে ফিরে আসার পর তাদের জন্য দিল্লিগামী পরবর্তী বিমানের ব্যবস্থা করা হয়। সেই বিমান সোমবার ভোর ৪টা নাগাদ দিল্লি পৌঁছেছে বলে জানিয়েছেন ওই মন্ত্রী।
অবশ্য, ওই বিমানে আগুন লাগার ঘটনায় কেউ আহত হয়নি।
সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/কালাম

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা