তেল নিয়ে ইরানকে সৌদির হুমকি

তেল নিয়ে ইরানকে সৌদির হুমকি
ফাইল ছবি

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সতর্ক করে জানিয়েছেন, ইরানকে থামনো না হলে তেলের দাম ‘বহুগুণ বাড়তে পারে’। আমেরিকার সিবিএস নিউজকে দেয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। এছাড়া, সাংবাদিক জামাল খাশোগি হত্যার আংশিক দায়ভার স্বীকার করেন তিনি। তবে তিনি ব্যক্তিগত আক্রোশ থেকে তাকে হত্যার নির্দেশ দেননি বলে জানান।
গত দুই সপ্তাহ আগে সৌদি আরবের তেল স্থাপনায় ইরন হামলা চালিয়েছে আভিযোগ করে সালমান বলেন, এ হামলার জের হিসেবে ইরান এবং সৌদি আরবের মধ্যে যুদ্ধ বাঁধলে সেটা বিশ্বের অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে।
এছাড়া সিবিএসের 'সিক্সটিন মিনিটস' নিউজ প্রোগ্রামকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, 'আমি সৌদি আরবে একজন নেতা হিসেবে জামাল খাশোগিকে হত্যার পুরো দায়িত্ব নিচ্ছি।' তবে এ হত্যাকাণ্ডের বিষয়ে তার কিছুই জানা ছিল না বলেও উল্লেখ করেন মোহাম্মদ বিন সালমান।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা