প্রথম স্কুলে গেল উইলিয়াম-কেটের পুত্র প্রিন্স জর্জ

প্রথম স্কুলে গেল উইলিয়াম-কেটের পুত্র প্রিন্স জর্জ
মা ‘ডাচেস অব ক্যামব্রিজ’ কেট মিডলটন গর্ভকালীন অসুস্থতার কারণে ছেলের স্কুলের প্রথম দিনে আসতে পারেন নি। তাই বাবা প্রিন্স উইলিয়ামের হাত ধরেই বৃহস্পতিবার প্রথম স্কুলে গেল তাদের পুত্র প্রিন্স জর্জ। 
স্কুলে পৌঁছাতেই ছোট্ট রাজকুমারের গোলাপি চেহারায় ফুটে উঠল অস্বস্তি ও লজ্জা। যদিও মায়ের অনুপস্থিতির প্রভাব খুব একটা দেখা যায় নি তার আচরণে। উইলিয়াম ছেলেকে নিয়ে স্কুলের গেটে আসতেই প্রধান শিক্ষিকা হ্যালেন হাসল্যাম উইলিয়াম ছোট্ট জর্জকে স্বাগত জানান ও জর্জের সঙ্গে করমর্দন করেন। এসময় উইলিয়ামের হাতে ছিল প্রিন্সের স্কুলব্যাগ। 

জানা গেছে, জর্জের ক্লাসের শিক্ষার্থী মোট বিশজন। লন্ডনে অবস্থিত ‘থমাস বিয়াত্রিসা’ স্কুলের বাৎসরিক খরচ ২০ হাজার পাউন্ড। রাজপরিবারের সদস্য বলে জর্জ কোনো বিশেষ সুবিধা পাবে না। বিশ্বের নজর তার দিকে হলেও স্কুলে সে অন্যান্য শিশুদের মতোই একজন। এর আগে জর্জ একটি স্কুল থেকে নার্সারি শেষ করেছে। বিবিসি।
ইত্তেফাক/সেতু

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা