সু চিকে জেরেমি করবিন আপনার মানবাধিকারের অঙ্গীকার দেখান রোহিঙ্গাদের

আপনার মানবাধিকারের অঙ্গীকার দেখান রোহিঙ্গাদের
ব্রিটেনে প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন মিয়ানমারের নেত্রী অং সান সু চির উদ্দেশে এই আহ্বান জানিয়েছেন, তিনি যেন রোহিঙ্গাদের প্রতি আচরণে মানবাধিকারের প্রতি তাঁর অঙ্গীকারের প্রতিফলন দেখান।
বিবিসির উর্দু বিভাগের আদিল শাজেবকে দেওয়া সাক্ষাৎকারে  করবিন বলেছেন ‘আমরা ম্যাডাম অং সান সু চির প্রতি শ্রদ্ধাশীল। তাঁর উদ্দেশে আমার বার্তা হলো—আমরা আপনাকে পছন্দ করি, বহু বছর আপনি যখন গৃহবন্দি ছিলেন, আমরা আপনাকে সমর্থন দিয়েছি। আমরা আপনার সমর্থনে মিছিল করেছি, মানবাধিকারের প্রতি আপনার অঙ্গীকারকে আমরা স্বীকৃতি দিয়েছি। ’
সু চিকে উদ্দেশ করে দেওয়া ভিডিও বার্তায় করবিন বলেন, ‘বর্তমানে রোহিঙ্গা জনগণের প্রতিও সেই মানবাধিকারের প্রতিশ্রুতি তুলে ধরুন। তারা যাতে মিয়ানমারের ভেতর পূর্ণ নাগরিকত্ব পায় সেটা নিশ্চিত করুন। তাদের নিজের দেশ থেকে তাদের জায়গাজমি আর ঘরছাড়া যাতে না করা হয় সেটা নিশ্চিত করুন। ’
মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ও হত্যাযজ্ঞ থেকে প্রাণ বাঁচাতে হাজার হাজার সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমান নারী, পুরুষ ও শিশু দেশ ছেড়ে পালিয়েছে। রাখাইন থেকে ফিরে বিবিসির একজন সংবাদদাতা বলেছেন—তিনি দেখেছেন, স্থানীয় রাখাইন যুবকরা জগভর্তি পেট্রল ঢেলে মুসলিমদের গ্রামগুলো পুড়িয়ে দিচ্ছে। রাখাইনের ভেতর বিবিসির ওই সাংবাদিককে ঘোরাফেরা করতে হয়েছে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের লোকজনের সঙ্গে। কিন্তু রাখাইন থেকে ফিরে আসার পর তিনি বলেছেন, তিনি দেখেছেন বিস্তীর্ণ এলাকা জনশূন্য, চারদিকে পোড়া ক্ষেত এবং ফেলে যাওয়া গবাদি পশু।
জাতিসংঘের হিসাব অনুযায়ী গত প্রায় দুই সপ্তাহে দেড় লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সূত্র : বিবিসি।

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা