ফেসবুকে মুসলিম হত্যার আহ্বানকারী ব্রিটিশ তরুণের কারাদণ্ড

ফেসবুকে মুসলিম হত্যার আহ্বানকারী ব্রিটিশ তরুণের কারাদণ্ড
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে গত মে মাসে একটি কনসার্টে আত্মঘাতী বোমা হামলার পর ফেসবুকে ২২ বছর বয়সী ব্রিটিশ নাগরিক কিগান জাকোভলেভস লিখেছিলেন, ‘চলো প্রত্যেকটা মুসলিমকে হত্যা করি’। ওই তরুণকে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর প্রচেষ্টার দায়ে গতকাল বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করে এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
আদালতের শুনানির পর বিশেষ অপরাধ ও সন্ত্রাসবিরোধী বিভাগের প্রধান সুয়ে হেমিং বলেন, ‘ম্যানচেস্টার হামলার পর ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় অগণিত বার্তা পোস্ট করেছিল মানুষ। কিন্তু কিগান জাকোভলেভস ব্রিটিশ মুসলিমদের নির্বিচারে হত্যার আহ্বান জানিয়ে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে দিতে চেয়েছেন। তার এ কর্মকাণ্ডের কারণে যদিও কোনো ক্ষতিসাধন হয়নি কিন্তু এখানে তার ইচ্ছাটা স্পষ্ট। তিনি পোস্টটি সরিয়ে নিলেও তার আগে সেটি পৌছে গিয়েছিল বিপুল সংখ্যক মানুষের কাছে।
গত ২২ মে ম্যানচেস্টার অ্যারেনাতে সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের কনসার্টে বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল আত্মঘাতী হামলাকারী সালমান আবেদি। ওই হামলায় ২২ জন নিহত এবং ২৫০ জন আহত হয়। বিবিসি।
ইত্তেফাক/সেতু

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা