মালয়েশিয়ায় সাময়িক আশ্রয় মিলবে রোহিঙ্গাদের

মালয়েশিয়ায় সাময়িক আশ্রয় মিলবে রোহিঙ্গাদের
ব্যাপক দমন পীড়নের মধ্যে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের সাময়িক আশ্রয় দেবে মালয়েশিয়া। আজ শুক্রবার মালয়েশিয়ার মেরিটাইম এজেন্সির পরিচালক জুলকিফলি আবু বাকার এ তথ্য জানান বার্তা সংস্থা রয়টার্সকে।
জুলকিফলি আবু বাকার বলেন, পালিয়ে আসা রোহিঙ্গারা বিশেষ অভিবাসন কেন্দ্রে থাকার সুযোগ পাবে। এসব কেন্দ্রে সাধারণত পাসপোর্ট ও ভিসা ছাড়া মালয়েশিয়ায় আসা বিদেশিদের রাখা হয়।
রুশ বার্তা সংস্থা ইতার-তাস জানায়, নৌপথ দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশকারীদের সাধারণত প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। কিন্তু, মানবিকতার দিক বিবেচনা করে রোহিঙ্গাদের সঙ্গে তা করা হবে না। তারা সাময়িকভাবে থাকার সুযোগ পাবে। বর্তমানে মালয়েশিয়ায় এক লাখ রোহিঙ্গা অবস্থান করছে মালয়েশিয়ায়।
গত ২৫ আগস্ট মিয়ানমারের কয়েকটি তল্লাশিচৌকিতে হামলা চালায় উগ্রবাদীরা। ওই হামলার সূত্র ধরে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশ ব্যাপক দমন অভিযান শুরু করে। সেখানে রোহিঙ্গাদের ওপর গণহত্যারও অভিযোগ পাওয়া গেছে।

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা