রাশিয়া-ভারতের উষ্ণ সম্পর্কে উদ্বিগ্ন ইসরায়েল!

রাশিয়া-ভারতের উষ্ণ সম্পর্কে উদ্বিগ্ন ইসরায়েল!
বিশ্বের ক্ষমতাধর দেশগুলো নিজেদের সামরিক শক্তি বৃদ্ধিতে মুখিয়ে আছে।  তারই জের ধরে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ বিমান বিধ্বংসী প্রতিরক্ষাব্যবস্থা কিনেছে ভারত। আর রাশিয়া-ভারতের মধ্যকার উষ্ণ সম্পর্কে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইসরায়েল।
এ ব্যাপারে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ভারতের অস্ত্র বাজারে রাশিয়া আক্রমণ চালাচ্ছে। তারা বিমান প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করছে। তবে এখানেই এটি সমাপ্ত হবে না।
এর আগে ভারত যখন ইঙ্গিত দিয়েছিল যে তারা রাশিয়া থেকে আরও অস্ত্র কিনবে, তখন তেল আবিব আশঙ্কা করেছিল যে এর ফলে ইসরাইলের ভারতে অস্ত্র বিক্রিতে প্রভাব ফেলবে। পরে ইসরায়েল অনেক ধরনের আধুনিক অস্ত্র বিক্রি করেছিল ভারতের কাছে। এসব অস্ত্রের মধ্যে ছিল ইসরায়েলের আইএআই ও ভারত সরকারের যৌথ উদ্যোগে তৈরি বারাক ৬ ক্ষেপণাস্ত্র।
উল্লেখ্য, মার্কিন অবরোধের হুমকি সত্ত্বেও সম্প্রতি ভারত ও রাশিয়া আনুষ্ঠানিকভাবে পাঁচটি এস-৪০০ ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য ৫.৪৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি করেছে। 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা