'ভারত একটা হামলা চালালে পাকিস্তান দ

'ভারত একটা হামলা চালালে পাকিস্তান দশটা চালাবে'
পাকিস্তানি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলেছেন, যদি ভারত পাকিস্তানের অভ্যন্তরে একটা সার্জিক্যাল হামলা চালানোর সাহস দেখায়, তবে পাকিস্তান তাদের ওপর দশটা সার্জিক্যাল হামলা চালাবে। গত শনিবার লন্ডনে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এই হুঁশিয়ারি দেন। রেডিও পাকিস্তানের বরাত দিয়ে এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
আসিফ গফুর বলেন, যারা আমাদের বিরুদ্ধে দুর্ভাগ্যজনক সাহস দেখানোর চিন্তাভাবনা করে, তাদের মনে পাকিস্তানের সক্ষমতা সম্পর্কে কোনও সন্দেহ থাকা উচিত নয়। তিনি বলেন, পাকিস্তান চীনের সঙ্গে ৫০ বিলিয়ন ডলারের ‘চীন-পাকিস্তান ইকোনোমিক করিডোর’(সিপিইসি) প্রকল্পে যুক্ত হয়েছে। এই মেগা প্রকল্প আমাদের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
সেনাবাহিনী পাকিস্তানে গণতন্ত্র শক্তিশালী করতে চেয়েছিল উল্লেখ করে গফুর বলেন, গত জুলাই মাসে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যদি কারও কাছে কোনও কারচুপির প্রমাণ থাকে, তবে সেটা অবশ্যই সামনে আনতে হবে।

বিডি প্রতিদিন/হিমেল

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা