মিশরে ফেরাউন আমলের শিশু-পশুসহ ৪০টি মমি উদ্ধার

মিশরে ফেরাউন আমলের শিশু-পশুসহ ৪০টি মমি উদ্ধার
সংগৃহীত ছবি

মিশরের কবরস্থান থেকে উদ্ধার হল ৪০টি মমি। ওই মমিগুলি ফেরাউনের আমলের বলে জানিয়েছেন দেশটির পুরাতত্ত্ব বিভাগের মন্ত্রী। খবর গার্ডিয়ানের।
পুরাতত্ত্ব বিভাগের মন্ত্রী খালেদ এল এনানি জানান, প্রাপ্তবয়স্ক, শিশু ও পশুদের মমিগুলি মাটিতে শোয়ানো অবস্থায় ছিল। মাটির ক্ষয়ে যাওয়া কফিনে করে ওই মমিগুলি ভূগর্ভে রাখা ছিল সযত্নে। তিনি বলেন, ‘‌মোট ৪০টি মমি উদ্ধার হয়েছে।’‌ 
পুরাতত্ত্ববিদ রামি রসমি বলেন, ‘‌১২টি শিশু ও ৬টি পশু সহ ৪০টি মমি উদ্ধার হয়েছে। এই মমিগুলির মধ্যে প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষরাও রয়েছে।’‌
মিশরে যখন এই মমি পদ্ধতি চালু হয়, তা সবচেয়ে বেশি দেখা গিয়েছিল টলেমির রাজত্বকালে। এরপর এই রাজত্ব সামলেছেন আলেকজান্দ্রার দ্য গ্রেট। ৩২৩ থেকে ৩০ খ্রীষ্ট জন্মের পর এই মমি প্রথা দেখা গিয়েছিল সেখানে। 
গত বছর ফেব্রুয়ারির শেষের দিকে উদ্ধার হয় এই মিনিয়া কবরস্থল। গবেষকদের অনুমান, এই মমিগুলি কোনো ছোট পরিবারের সদস্যদের। ৯ মিটার নীচে ভূগর্ভে দু’‌টি সমাধি উদ্ধার হয়েছে। মোট ছ’‌টি ঘরে এই দেহগুলি রাখা ছিল।
    
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা