দ্বিতীয়বার বিপিএম পদক পেলেন পুলিশ সুপার ইলিয়াছ

নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ। ছবি: ইত্তেফাক
বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) দ্বিতীয়বার পেয়েছেন নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের কুচকাওয়াজ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাকে এ পদক পরিয়ে দেবেন। বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ সুপারের দপ্তর।
পুলিশ সুপারের দপ্তর থেকে জানা যায়, পেশাগত জীবনে অপরাধ দমনে সাহসিকতা, সেবা ও কর্মদক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণ ও সেবামূলক কাজে প্রশংসনীয় অবদান রাখার জন্য পুলিশ সুপার ইলিয়াছ শরীফ দ্বিতীয়বারের মতো বিপিএম-সেবা পদকের জন্য মনোনীত করা হয়।
এর আগে তিনি ২০১৮ সালের ৮ জানুয়ারি বিপিএম-সেবা পদক এবং ২০১৫ সালে প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম-সেবা) পেয়েছিলেন। ইলিয়াছ শরীফ পুলিশ সুপার হিসেবে নোয়াখালীতে কর্মরত অবস্থায় পুলিশ প্রশাসনের সর্বোচ্চ এ তিনটি পদক লাভ করেন। এছাড়াও তিনি ২০০৭ কসোভো মিশন ও ২০১২ সালে সুদান মিশনে কাজের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ শান্তি পদক লাভ করেছিলেন।
ইলিয়াছ শরীফ ২০০১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বিভাগে যোগদান করেন। ২০০৬ সালে অতিরিক্ত পুলিশ সুপার ও ২০১৩ সালে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান এবং ২০১৪ সালের ২৩ মার্চ নোয়াখালীর পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
ইত্তেফাক/বিএএফ
Comments