নেপাল ও ভুটান ভারতের অংশ, দাবি ট্রাম্পের!

নেপাল ও ভুটান ভারতের অংশ, দাবি ট্রাম্পের!
নেপাল ও ভুটান ভারতের অংশ বলে মনে করতেন ট্রাম্প। ছবি: সংগৃহীত।
নেপাল ও ভুটান ভারতের অংশ! এতদিন ধরে এমনটাই মনে করতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি দক্ষিণ এশিয়া নিয়ে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এমন কথা বলেন।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, ট্রাম্প দক্ষিণ এশিয়ার মানচিত্রে নেপালকে ভারতের অংশ বলে অভিহিত করেন। তখন পাশ থেকে একজন অফিসার তাকে শুধরে দেন।
তখন 'আত্মবিশ্বাসী' ট্রাম্পের দাবি, ভুটান ভারতের অংশ। ফের তাকে যখন বলা হয় যে ভুটানও একটি পৃথক রাষ্ট্র, তাতে স্পষ্টই বিরক্তি প্রকাশ করেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নানাবিধ অজ্ঞতার পরিচয় এর আগেও একাধিবার পাওয়া যায়। বিশেষ করে দক্ষিণ এশিয়া সম্পর্কে ট্রাম্পের জ্ঞান ভাণ্ডার খুব কম বলেই বিভিন্ন গণমাধ্যম জানায়।
এছাড়া ট্রাম্প এর আগে একবার নেপালকে 'নিপল' ও ভুটানকে 'বাটন' বলেছিলেন।
ইত্তেফাক/এসআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা