কম আলোতেও ভালো সেলফি তুলবে ‘হেলিও এস১০’

  নিজস্ব প্রতিবেদক
 ০৯ আগস্ট ২০১৭, ১৬:৩৪ | অনলাইন সংস্করণ


এডিসন গ্রুপ বেশি ব্যাটারি ব্যাকআপ সমৃদ্ধ এবং কম আলোতেও ঝকঝকে সেলফি তুলতে সক্ষম হেলিও এস১০ বাজারে এনেছে। ইউনিক ডিজাইন ও সেলফি এক্সপার্ট এই ফোনের ব্যাকপার্ট তৈরিতে মেইন প্যানেল মেটাল ব্যবহার করা হয়েছে। যা সাধারণ প্লেনের বডি তৈরিতে ব্যবহৃত হয়। অ্যান্ড্রয়েড নুগাট (৭.০) অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনে ফ্রন্টে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা ও সেলফি ফ্ল্যাশ ফিচার। খুবই স্লিম ফোনে দুটি সিম (একটি সিম এবং একটি মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন)।
ডিসপ্লে
হেলিও এস১০ আছে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। এটিতে কর্নিং গরিলা গ্লাস ৩ ব্যবহার হয়েছে প্রটেকশনের জন্য। তাই স্ক্যাচ প্রতিরোধ ব্যবস্থা ছাড়াও ২.৫ডি গ্লাসের ডিসপ্লেতে ভিউয়িং অ্যাঙ্গেল সুবিধা রয়েছে।
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
এসস ১০ এর বিশেষ ফিচার হচ্ছে এর ফিঙ্গার প্রিন্ট সেন্সর। এই সেন্সর দিয়ে মাত্র ০.২ সেকেন্ডেই আনলক করা যায়। কোনও প্রকাশ হ্যাচেল ছাড়াই আনলক হয়।
হার্ডওয়্যার
এটিতে মিডিয়াটেক এমটি৬৭৫৫ চিপ সেট ব্যবহৃত হয়েছে। যার প্রসেসর ক্লকস্পিড ১.৯৫ গিগাহার্জ। এন্ট্রি টু মিড লেভেল এর চিপ মোটামুটি পাওয়ারফুল । ফোনটিতে ৪ জিবি র‍্যাম রয়েছে। ডিভাইসটির রম থাকছে ৩২ জিবি যা এসডি কার্ড দিয়ে তা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। হার্ডওয়ারের দিক থেকে অনেকটা সন্তুষ্ট থাকা যেতে পারে।
ক্যামেরা
রিয়ার ক্যমেরায় ১৩ মেগাপিক্সেল ক্যামেরায় বেশ ভালো ছবি ওঠে ডে লাইটে। যার রেজুলেশনও চমৎকার। ইমেজ শার্পনেস, কন্ট্র‍্যাস্ট নিয়ে কোনো অবজেকশন থাকবে না। তবে মজা পাবেন এর ফ্রন্ট ক্যামেরাতে । এর ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাতে সামনে ফ্রন্ট ফ্ল্যাশ এ আছে ‘সেলফি ফ্ল্যাশ ল্যাম্প’ । রেগুলার ফ্ল্যাশ এর চাইতে এই সেলফি ফ্ল্যাশ ল্যাম্প অনেক বেশী পাওয়ারফুল। কারণ এর ফ্রন্ট ক্যামেরা বেশ ভালো পরিমানের ওয়াইড। খুব সহজেই সেলফি এবং গ্রুপ সেলফির জন্য মানিয়ে নেওয়া যায় ।
ব্যাটারি
এটিতে ৪ হাজার ১০ মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম পলিমার ব্যাটারি ইউজ হয়েছে। শুধু তাই নয় ব্যাটারির দিক থেকে কোন প্রকার অসন্তুষ্ট হতে হবে না গ্রাহককে। তাছাড়া এটি ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।  
চার্জে থাকা অবস্থায় কিছুটা গরম হলেও চিন্তার কোনও কারণ নেই। এটি একাধারে লং টাইম ভিডিও বা গেম খেলা যাবে অনায়াসে। যাতে গরমের কোন বালাই নেই। চেক করে দেখা গেছে বক্সের সাথে দেওয়া চার্জারে ২০% চার্জ থেকে একদম কারেক্ট ৩০ মিনিট সময়ে ৭০ পার্সেন্ট চার্জ হয়েছে । তাই ব্যাটারি ব্যাকাপ নিয়ে চিন্তার কিছু নেই ।
সাউন্ড ও অন্যান্য বৈশিষ্ট্য
ফোনটি গান শোনা, ভিডিও দেখা যাবে খুব স্বাভাবিকভাবে। সাউন্ড কোয়ালিটিও অনেক হাই দেখা গেছে। লাউডস্পিকার কোয়ালিটিও অনেক উন্নত মানের। এছাড়াও ফিংগারপ্রিন্ট বেশ ফাস্ট এবং একুরেট। হেলিও এস১০ এর মূল আকর্ষন মনে হয়েছে এর ইউজার ইন্টারফেস । নতুন অনেক ফিচার এড করা হয়েছে। এছাড়াও স্মার্টফোনটিতে রয়েছে স্প্লিপ স্ক্রিন বা স্ক্রিন ভাগ করার সুবিধা। ফলে একটি স্ক্রিনে একাধারে দুই ধরনের কাজ করা যায়। ফোনটি ওজন ব্যাটারিসহ মাত্র ১৮২ গ্রাম।
দাম
ফোনটি দুটি রঙে পাওয়া যাবে। কালো ও সোনালি রঙের ফোনটি দাম ১৯ হাজার ৯৯০ টাকা।

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা