প্রধানমন্ত্রীর প্রশংসামূলক কবিতা লেখায় চুল কেটে দিল দুর্বৃত্তরা

  নিজস্ব প্রতিবেদক, বগুড়া
 ১৫ আগস্ট ২০১৭, ১৬:৪০ | অনলাইন সংস্করণ
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে প্রশংসামূলক কবিতা লেখায় বগুড়ার শাহজাহানপুর উপজেলার ডোমনপুকুর কামিল মাদ্রাসার ছাত্র আবু তালহার মাথার অর্ধেক চুল কেটে দিয়েছে একদল দুর্বৃত্ত। এছাড়াও ওই ছাত্রকে হত্যার হুমকি দেয়ায় তিনি পালিয়ে নিজ গ্রামের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মিরের দেউলমুড়া গ্রামে আশ্রয় নিয়েছেন।
আবু তালহা লেখাপড়ার পাশাপাশি বগুড়া সেনানিবাসের গলফ ক্লাবে কেডি (খেলোয়াড়দের ব্যাগ বহনকারী) হিসেবে কর্মরত।
এ ঘটনায় তার পিতা আব্দুল হালিম বগুড়ার শাহজাহানপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোমবার বিকেলে দায়েরকৃত অভিযোগে তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও তাদের জীবনের নিরাপত্তার দাবি করেছেন।
থানায় দায়িরকৃত অভিযোগ ও ওই মাদ্রাসা ছাত্রের স্বজনদের সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের মিরের দেউলমুড়া গ্রামের বাসিন্দা আব্দুল হালিমের পরিবার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। মাদ্রাসা ছাত্র তালহার দাদা দারুজ্জামান মন্ডল এবং তার এক চাচা মুক্তিযোদ্ধা। পরিবারিক অভাবের কারণে আবু তালহার পিতা আব্দুল হালিম মন্ডল কাজের সন্ধানে বগুড়ার মাঝিরা এলাকায় যান। সেখানে একটি প্রতিষ্ঠানে গার্ড হিসেবে চাকরি নেওয়ার পর ডোমনপুকুর গ্রামে পরিবার নিয়ে বসবাস করছেন।
লিখিত অভিযোগে জানা যায়, গত ১০ আগস্ট আবু তালহা তার ফেসবুক পেইজে প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশংসামূলক একটি কবিতা লেখেন। এই কবিতা পড়ে ওই এলাকার কতিপয় যুবক আবু তালহার উপর ক্ষেপে যায়। ১১ আগস্ট গভীর রাতে ওই যুবকেরা আবু তালহার এক মামাতো ভাই শরিফুল ইসলামকে দিয়ে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বাড়ীর পার্শ্ববতী এক নির্জন জায়গায় নিয়ে গিয়ে ফেসবুকে ওই কবিতা লেখার জন্য তাকে গালমন্দ করার পাশাপাশি আবু তালহার চোখমুখ বেঁধে চর থাপ্পর ও লাথি মারে এবং মাথার অর্ধেক চুল কেটে দেয়। এ বিষয়ে কাউকে কিছু বললে তারা আবু তালহাকে হত্যা করবে বলেও হুমকি দেয়।
মঙ্গলবার দুপুরে আবু তালহা জানান, বগুড়া ছেড়ে আসতে বাধ্য হওয়ায় তার লেখাপড়া ও খন্ডকালিন কাজ বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে প্রশাসনের কাছে তার জীবনের নিরাপত্তা ও অপরাধীদের শাস্তির দাবি করেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের সনাক্ত করে আটক করতে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা