সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত: বাস পোড়ানোর চেষ্টাকারীদের প্রতিহত করলেন শিক্ষার্থীরা

বাস পোড়ানোর চেষ্টাকারীদের ধাওয়া দিয়ে প্রতিহত করলেন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
রাজধানীর নর্দ্দায় যমুনা ফিউচার পার্কের সামনে বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী (২০) নিহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় হঠাৎ সু-প্রভাত পরিবহনের একটি বাসে আগুন দেয়ার চেষ্টা করেন কয়েকজন। মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
বিইউপি'র আইআর বিভাগের শিক্ষার্থী আবু তালহা ও শামীম আল হাসান বলেন, ‘বাসটিতে দুই ব্যক্তি আগুন দেন। তারা বিইউপি'র ছাত্র না। আগুন ধরালে ধোয়া বের হয়। পরে ছাত্ররা ধাওয়া দিলে একজন পালিয়ে যান। আরেকজনকে ধরে ব্যাপক মারধর করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তবে তার নাম জানা যায়নি।
ছাত্রদের বক্তব্য দাবি আদায়ের তাদের আন্দোলন অহিংস। সেখানে পরিস্থিতি ভিন্নখাতে প্রবাহিত করতে পরিকল্পিতভাবে সু-প্রভাত বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে।
এর আগে সকাল সাড়ে ৭টায় গাজীপুরগামী সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে আবরার নিহত হন।
ইত্তেফাক/কেকে
Comments