কেনোভাবেই ঠেকানো যাবেনা, এমন ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিলেন পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘এমন এক অপরাজেয় ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করছে তার দেশ, যা দিয়ে সমগ্র পৃথিবীতে পরমাণু হামলা চালানো সম্ভব এবং এটিকে কোনোভাবেই প্রতিহত করা যাবেনা।’ মস্কোতে বার্ষিক স্টেট অব দ্য নেশন ভাষণে এ ঘোষণা দেন পুতিন।
রুশ প্রেসিডেন্ট নির্বাচনের ১৭ দিন আগে বৃহস্পতিবার পার্লামেন্টের দুই কক্ষের যৌথ অধিবেশনে বার্ষিক স্টেট অব দ্য নেশন ভাষণ দেন পুতিন। মার্চের ১৮ তারিখে অনুষ্ঠিতব্য এ নির্বাচনেও চতুর্থ বারের মতো দেশটির প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তিনি, বিশেষজ্ঞরা এমনটিই জানাচ্ছেন।
এসময় রাশিয়ার ‘তৈরিকৃত’ নতুন ক্ষেপণাস্ত্র এবং পানির তলদেশ দিয়ে চলাচলে সক্ষম একটি ড্রোন এর কার্যাবলীর ভিডিও প্রদর্শন করেন পুতিন।
পরমাণু অস্ত্র পরিবহণে সক্ষম নতুন এ ক্রুজ ক্ষেপণাস্ত্র সম্পর্কে পুতিন বলেন, ‘এটি ইউরোপ ও এশিয়ার মার্কিন ঘাঁটিগুলোতে থাকা প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা কোনোভাবেই প্রতিহত করা সম্ভব নয়। কারণ এটিকে সনাক্ত করাটাই প্রায় অসম্ভব। এটি অসীম পাল্লার ও এটি দুর্ভেদ্য এবং অদম্য।’ বিবিসি।
ইত্তেফাক/সেতু
Comments