ইসরায়েল ইস্যু: ফিলিস্তিন কর্তৃপক্ষের সমালোচনায় সৌদি প্রিন্স

 

ইসরায়েল ইস্যু: ফিলিস্তিন কর্তৃপক্ষের সমালোচনায় সৌদি প্রিন্স
সৌদি প্রিন্স নদর বিন সুলতান বিন আবদুল আজিজ। ফাইল ছবি

ইসরায়েলের সঙ্গে আরব আমিরাত ও বাহরাইনের স্বাভাবিক সম্পর্ক চুক্তি প্রত্যাখ্যান করায় ফিলিস্তিন কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করেছেন সৌদি প্রিন্স নদর বিন সুলতান বিন আবদুল আজিজ।

সৌদি আরব ভিত্তিক টিভি চ্যানেল ‘আল আরাবিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সমালোচনা করে বলেন, ফিলিস্তিন কর্তৃপক্ষ সবসময় পরাজিতদের পক্ষাবলম্বন করে, যার ফলে তাদের চরম মূল্য দিতে হয়।

সৌদির সাবেক এই কূটনীতিবিদ বলেন, ‘ফিলিস্তিন ইস্যু ন্যায়সংগত, তবে এর উকিলরা ব্যর্থ। আর ইসরায়েল অন্যায় করলেও এর সফলতা প্রতিষ্ঠিত। গত ৭০ ও ৭৫ সালের ঘটনাপ্রবাহের এটিই সার নির্যাস।’

যুগ যুগ ধরে ফিলিস্তিনবাসীর জন্য সৌদি আরবের অসামান্য সহযোগিতার কথা তুলে ধরে প্রিন্স বনদর বলেন, ‘ফিলিস্তিনবাসীর এ কথা স্মরণ রাখা উচিত, সৌদি আরব সব সময় তাদের সহায়তা ও পরামর্শ দিতে প্রস্তুত।’

গত ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ওয়াশিংটনের হোয়াইট হাউসে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চুক্তি স্বাক্ষর করে আরব আমিরাত ও বাহরাইন।

ইসরায়েলের সঙ্গে আরব দেশের স্বাভাবিক সম্পর্ককে ‘বিশ্বাসঘাতকতা’ বলে উল্লেখ করেন ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

সূত্র : রয়টার্স

বিডি প্রতিদিন/আবু জাফর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা