মিশরে খোলা হলো ২৫০০ বছর আগের কফিন (ভিডিও)

 মিশরে খোলা হলো ২৫০০ বছর আগের কফিন (ভিডিও)

মিশরে ২৫০০ বছর আগের একটি কফিন দর্শনার্থীদের সামনেই খোলা হয়েছে।

মিশরের গিজা প্রদেশের সাক্কারা নেক্রোপলিস থেকে প্রায় ২ হাজার ৫০০ বছর আগের সংরক্ষণ করা ৫৯টি কাঠের কফিন উদ্ধার করেছেন দেশটির প্রত্নতাত্ত্বিকেরা। গত শনিবার ২৬তম রাজবংশের পুরোহিত ও যাজকদের এসব কফিন উন্মুক্ত করা হয়। এর মধ্যে দর্শকদের সামনেই একটি কফিন খুলে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওটি টুইটারে ইতোমধ্যে ৯০ লাখ বার দেখ হয়েছে। মিশরস্থ নিউজিল্যান্ডের রাষ্ট্রূদূত গ্রেগ লুইসও তার টুইটাতে মমির কফিন খোলার ভিডিওটি পোস্ট করেছেন।

Honoured to be invited by the Minister of Tourism and Antiquities HE Khaled El Anany to Saqqara for the announcement that a new tomb of mummies has been discovered. I saw one being opened for the first time in 2600 years! Truly amazing! @TourismandAntiq @MFATNZ???????????????? pic.twitter.com/5oLfAM7zAV

— Greg Lewis ???????????????? (@NZinEgypt) October 3, 2020

বার্তা সংস্থা রয়টার্সের তথ্যানুযায়ী, গত আগস্টে ইউনেসকো ঘোষিত কায়রোর দক্ষিণের ঐতিহ্যবাহী স্থানে ওই কফিনগুলো পাওয়া যায়। এ আবিষ্কারের পেছনে মিসরীয় প্রত্নতাত্ত্বিক মিশন ২০১৮ সাল থেকে কাজ করছিল।

মিশরের পর্যটন এবং প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় জানিয়েছে যে কফিনগুলো দর্শনার্থীদের জন্য গিজা জাদুঘরে রাখা হবে।

ইত্তেফাক/এআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা