‘মোদি নয় মাডি, দুর্নীতির ঠাকুরদা’
মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে ‘মাডি’ (কর্দমাক্ত) বলে কটাক্ষ করে বলেন, ‘মাডি সরকার ভীতসন্ত্রস্ত। যারা ভয় পায়, তারাই তো ভয় দেখায়। বিরোধীরা এবার একজোট হয়েছে বলে ওরা আরও ভয় পেয়েছে। তাই ভূরি ভূরি মিথ্যে বলছে।’ মমতা মোদিকে হুংকার দিয়ে বলেন, ‘মাডি, আমাকে চেনেন না। আমি আপাদমস্তক মার খেয়ে, রাস্তায় লড়াই করতে করতে রাজনীতি করেছি। উনি এলেন কবে? কদিন রাজনীতি করছেন? ভয় দেখিয়ে আমার মাথা নোয়ানো যাবে না। সব বিরোধী দল এখন একজোট। এক সুর—মোদি হটাও, দেশ বাঁচাও।’
মমতা বলেন, ‘চা বিক্রি করার অতীত টেনে মোদি মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন। অথচ উনি কোনো দিন চা বেচেননি। চা-ও বানাননি। উনি তো ভোটের আগে চা-ওয়ালা, ভোটের পর রাফালওয়ালা! উনি রাফাল দুর্নীতির মূল কারিগর, নোট বাতিলের হোতা, দুর্নীতির শিরোমণি, ঔদ্ধত্যের প্রতীক।’
গতকাল বিকেলে জলপাইগুড়িতে মোদি বলেছিলেন, খুনের রাজনীতি চালিয়ে যাচ্ছেন মমতা। সিন্ডিকেট রাজত্ব কায়েম হয়েছে এই রাজ্যে। চলছে দুর্নীতিবাজদের সরকার। এই সরকার চিটফান্ডের মাধ্যমে গরিবের টাকা লুট করেছে। সেই লুটেরাদের বাঁচাতে এখন ধরনায় বসছেন মমতা। মমতার উদ্দেশে মোদির প্রশ্ন, ‘আর কত ধরনা দেবেন দুর্নীতিবাজ আর লুটেরাদের বাঁচানোর জন্য? চিটফান্ডকাণ্ডে কাউকে ছাড়া হবে না। কয়টা ধরনা করবেন করুন। কিন্তু লুটেরারা বাঁচাতে পারবেন না।’
মোদি উত্তরবঙ্গের সঙ্গে তাঁর টানের কথা উল্লেখ করে বলেন, ‘উত্তরবঙ্গের সঙ্গে আমার চায়ের সম্পর্ক। তাই চা-ওয়ালাকে এত ভয় কিসের দিদির?’

Comments