মেয়েদের শিক্ষিত করতে এক বাবার দৈনিক ১২কিমি পথ পাড়ি

মেয়েদের শিক্ষিত করতে এক বাবার দৈনিক ১২কিমি পথ পাড়ি
এক মেয়ের সঙ্গে মিয়া খান। ছবি: সংগৃহীত
প্রতিদিন ১২ কিলমিটার পথ পাড়ি দিয়ে তিন মেয়েকে স্কুলে নিয়ে যান এক বাবা। মিয়া খান নামে ওই ব্যক্তি আফগানিস্তানের শারানার বাসিন্দা। এই ঘটনা প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা ভাসছেন তিনি।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, মিয়া খান মোটর বাইকে করে তার তিন মেয়েকে নিয়ে নিয়মিত ১২ কিমি পথ পাড়ি দিয়ে নূরনিয়া স্কুল নিয়ে যায়। এরপর মেয়েদের স্কুল ছুটি হওয়া পর্যন্ত সেখানে ৪ কয়েক ঘণ্টা অপেক্ষা করেন। নূরনিয়া স্কুলটি সুইডিশ কমিটি দ্বারা পরিচালিত করা হয়।
মিয়া খান বলেন, আমি নিরক্ষর মানুষ, দৈনিক মজুরীর ওপর আমার সংসার চলে। তবে আমার কাছে আমার মেয়েদের লেখাপড়া বেশি গুরুত্বপূর্ণ। কেননা আমাদের অঞ্চলে কোন মহিলা চিকিৎসক নেই।
তিনি আরো বলেন, আমার ছেলেদের মতো মেয়েদেরও শিক্ষিত করা আমার অনেক বড় ইচ্ছা।
রোজি নামে মিয়া খানের এক মেয়ে জানায়, পড়াশুনা করতে পেরে সে ভীষণ খুশি। আফগানিস্তানে সুইডিশ কমিটিকে সে জানায়, এই বছরে সে ক্লাস ৬-এ পড়ছে।
মেয়েদের শিক্ষিত করতে এক বাবার দৈনিক ১২কিমি পথ পাড়ি

সাফি আলি নামের একজন টুইটার ব্যবহারকারী মিয়া খানের এমন উদ্যোগের ব্যাপক প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, মিয়া খান একজন প্রকৃত নায়ক।
আরেক ব্যবহারকারী লিখেছেন, এমন বাবা সত্যি গর্বের।
ইত্তেফাক/এসআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা