নীতি বদলে দালাইলামার অনুষ্ঠানে ভারতীয় মন্ত্রী
তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামার কোনো অনুষ্ঠান বর্জনের নির্দেশনা দিয়েছিল ভারত সরকার। গত মাসেই মন্ত্রীদের তার অনুষ্ঠানে যেতে বারণ করা হয়।
কিন্তু এক মাসেরও কম সময়ের মধ্যে সেই নীতি বদলে গতকাল দালাইলামার নির্বাসনের ৬০ বছর পূর্তির অনুষ্ঠানে অংশ নেন পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মা।
এ সময় তার সঙ্গে ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব এবং বিরোধী দল কংগ্রেসের নেতা সত্যব্রত চতুরবেদি। - এনডিটিভি
ইত্তেফাক/মোস্তাফিজ
Comments