আফগানিস্তানে আইএস ও তালিবান সংঘর্ষে শিশুসহ নিহত ৯

আফগানিস্তানে আইএস ও তালিবান সংঘর্ষে শিশুসহ নিহত ৯
আফগানিস্তানের কুনার প্রদেশে জঙ্গি গোষ্ঠী তালিবান ও আইএস’র মধ্যে এক সংঘর্ষে এক শিশুসহ অন্তত নয় জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একটি দুই বছরের শিশু রয়েছে। বাকিরা সবাই জঙ্গি। শুক্রবার কুনার প্রদেশে এই ঘটনা ঘটে।
আফগান সামরিক বাহিনীর ২০১ সিলাব কর্পস এক বিবৃতিতে বলেছে, সংঘর্ষে তালিবানের চার সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিন সদস্য। অন্যদিকে আইএস’রও চার সদস্য নিহত হয়েছে। 
এদিকে বেসামরিকদের মধ্যে একটি দুই বছরের শিশু বালিকা নিহত হয়েছে। আহত হয়েছে একটি এক বছরের শিশু বালিকা। 
পৃথক একটি ঘটনায়, কাবুলের এক শহরতলীতে দু’টি বোমা বিস্ফোরণে  অন্তত দুই আফগান সেনা নিহত হয়েছে। আহত হয়েছেন তিন বেসামরিক ও ছয় পুলিশকর্মী।
আগামী ২০ অক্টোবর আফগানিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগ দিয়ে দেশটিতে জঙ্গিদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ব্যাপক আকারে হামলা চালাচ্ছে তারা। -দ্য এক্সপ্রেস ট্রিবিউন
ইত্তেফাক/ জেআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা