নিজেদের সেনাবাহিনীর জন্য চীনা ট্যাংক আনছে পাকিস্তান

নিজেদের সেনাবাহিনীর জন্য চীনা ট্যাংক আনছে পাকিস্তান
নিজেদের সেনাবাহিনীর জন্য চীনের তৈরি ট্যাংক নিয়ে আসছে পাকিস্তান। চীনের নর্থ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের তৈরি 'VT-4' ব্যাটল ট্যাংক বাহিনীতে যুক্ত করতে চাইছে ইসলামাবাদ। তার জন্যও পরীক্ষা-নিরীক্ষা শুরু করে দিয়েছে। সূত্রের খবর, পাকিস্তানের এক গোপন জায়গায় রাখা হয়েছে সেই ট্যাংক।
'VT-4' হল একটি থার্ড জেনারেশন ব্যাটল ট্যাংক। এতে রয়েছে ১২৫ এমএম গান, অটো-লোডার। থার্মাল ইমেজিং এবং প্যানোরমিক সাইটের ছবি তোলার ক্ষমতাও রয়েছে এই ট্যাংকে। ঘন অন্ধকারে এবং খারাপ আবহাওয়াতেও চারপাশের ছবি ধরা পড়বে এতে।
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো নয় আমেরিকার। তাই স্বাভাবিকভাবেই আরও বেশি করে বন্ধু পাকিস্তানকে কাছে টেনে নিচ্ছে চীন। প্রতিরক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে আরও বেশি চুক্তি হতে চলেছে ইসলামাবাদ ও বে'জিং'র। এমনকি চবাহার বন্দরের কাছে চীন একটি মিলিটারি বেস বানাবে, এমন খবরও শোনা গেছে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা