সুইডেনে জাতীয় উন্নয়ন মেলা পালিত

সুইডেনে জাতীয় উন্নয়ন মেলা পালিত
সুইডেনের স্টকহোমে ৫ অক্টোবর দূতাবাস প্রাঙ্গণে বর্ণিল আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় উন্নয়ন মেলা ২০১৮’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে দেশব্যাপী তিন দিনের জাতীয় উন্নয়ন মেলার কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে স্টকহোমে উক্ত মেলার আয়োজন করা হয়। 
 
উন্নয়ন মেলা উপলক্ষে দূতাবাসের অভ্যর্থনা কক্ষে বাংলাদেশের বিভিন্ন কুটির ও হস্তশিল্পজাত পণ্যের প্রদর্শনী করা হয়। ঐতিহ্যবাহী সামগ্রী দিয়ে সজ্জিত করা হয় দূতাবাস প্রাঙ্গণকে। 
 
দূতাবাসের কাউন্সেলর শেখ মো. শাহরিয়ার মোশাররফের সঞ্চালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রমের উপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তাগণ বিগত প্রায় দশ বছরে অর্জিত বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নে প্রধানমন্ত্রীর দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। এমডিজি-এর লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের বিস্ময়কর সাফল্য, এসডিজি অর্জনে সরকারের প্রশংসনীয় পদক্ষেপসমূহ-এর পাশাপাশি ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ এর বিভিন্ন দিক উঠে আসে বক্তাদের বক্তব্যে। 
 
রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম তার বক্তব্যে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ও দেশপ্রেমিক নেতৃত্বের উপর আলোকপাত করেন। তিনি বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, নির্মাণাধীন পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল ইত্যাদি বৃহৎ প্রকল্পসমূহ বাস্তবায়নের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। 
ইত্তেফাক/জেডএইচ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা