ইন্টারপোলের প্রধান নিখোঁজ, তদন্তে নেমেছে ফরাসি পুলিশ

ইন্টারপোলের প্রধান নিখোঁজ, তদন্তে নেমেছে ফরাসি পুলিশ
আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রধান মেং হংওয়েই গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। সংস্থাটির সদর দপ্তর ফ্রান্সের লিঁও শহর থেকে এক সপ্তাহ আগে নিজ দেশ চীনের উদ্দেশে রওনা দেওয়ার পর থেকে তার কোনো হদিস মিলছে না বলে জানিয়েছেন মেং হংওয়েই এর স্ত্রী।
এ বিষয়ে তদন্ত শুরু করেছে ফরাসি পুলিশ। শুক্রবার ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তার স্ত্রীকে বিশেষ নিরাপত্তা দিয়ে হংওয়েই এর  নিখোঁজের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।
হংকংয়ের সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেং হেংওয়েই চীনে প্রবেশ করা মাত্র কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, ১৯২টি সদস্য দেশ নিয়ে গঠিত সংস্থাটিতে ২০১৬ সালে চার বছরের জন্য প্রধান নির্বাচিত হন চীনা এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা