রুশ-ভারত চুক্তি; যে মিসাইলে ভয় পায় আমেরিকা!

রুশ-ভারত চুক্তি; যে মিসাইলে ভয় পায় আমেরিকা!
দু’দিনের ভারত সফরে এসে দিল্লির সঙ্গে আটটি চুক্তি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷কিন্তু সবচেয়ে বেশি যে চুক্তি নিয়ে আলোচিত হচ্ছে তা হল এস-৪০০ মিসাইল৷রুশ প্রযুক্তিতে নির্মিত এই মিসাইলে নাকি ভয় পায় আমেরিকা৷ভারতীয় সংবাদ মাধ্যম বলছে এমন মিসাইল পেতে চীনও নাকি রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে৷কী এমন আছে এই মিসাইলে যা নিয়ে এত আলোচনা ও উন্মাদনা?
বর্তমানে রাশিয়ার হাতে থাকা সবচেয়ে উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমানবিধ্বংসী ও ক্ষেপণাস্ত্রবিধ্বংসী মিসাইল এস-৪০০ ট্রায়াম্ফ। বলা হয়, রাশিয়া যখন এই এস ৪০০ কে মাঠে নামায়, তখন থেকে মার্কিন ও ন্যাটো বাহিনীর ঘুম ছুটে যায়৷ তার কারণ, এই সিস্টেমটা -বোমারু বিমান, জনহীন বিমান (ড্রোন), দ্রুত গতির জেট এবং ক্রুজ মিসাইল ধ্বংস করে দেয় মুহূর্তের মধ্যে। মার্কিন নির্মিত এমআইএম-১০৪ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র থেকে আড়াইগুণ বেশি দূরত্বে আঘাত হানতে পারে এই এস৪০০ সিস্টেম।
প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই মিসাইল নাকি একই সময়ে ৩২টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে৷ একই সময়ে ৭২টি মিসাইল ছুঁড়তে সক্ষম। এটি মাঝারি ও দুরপাল্লা বিমান হামলা প্রতিরোধে সক্ষম। ভারতীয় বিমান বাহিনীর প্রধান জানান, এই মিসাইল বিমান বাহিনীর অস্ত্রভাণ্ডারকে আরও শক্তিশালী করবে। এর অন্যতম কাজ হল গোপনে শত্রু দেশের বিমানের অবস্থানে আঘাত হানা। এর লক্ষ্যমাত্রা সর্বোচ্চ ৬০০ কিলোমিটার। মিসাইল শনাক্ত ও ধ্বংস করতে পারে ৫ থেকে ৬০ কিলোমিটারের মধ্যে৷
আপাতত রাশিয়া থেকে পাঁচটি এস-৪০০ মিসাইল কিনছে ভারত। যার ব্যয় হবে ৫ বিলিয়ন ডলার৷ ২৪ মাস পর থেকে ভারতে এই মিসাইল আসা শুরু করবে৷
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন।
বিডি প্রতিদিন/হিমেল

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা