যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক রকেট পাঠানোর ঘোষণায় হুঁশিয়ারি রাশিয়ার
ইউক্রেনে অত্যাধুনিক প্রযুক্তির রকেট-ব্যবস্থা সরবরাহ করতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ রকেট-ব্যবস্থা ব্যবহার করে দীর্ঘ দূরত্বে রকেট ছোড়া যাবে।
রাশিয়া যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। একইসঙ্গে সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের এই উদ্যোগের কারণে মস্কো-ওয়াশিংটনের মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি তৈরি হচ্ছে।
রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ রাষ্ট্রীয় গণমাধ্যম এজেন্সি আরআইএ নভোস্তিকে বলেছেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে বিশেষ করে কিয়েভকে অত্যাধুনিক সিমরাস রকেট সরবরাহের সিদ্ধান্ত রাশিয়া প্রচণ্ড নেতিবাচকভাবে দেখছে।এদিকে জ্যেষ্ঠ মার্কিন প্রশাসনিক কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (দীর্ঘ পাল্লার রকেট ছুড়তে সক্ষম) সরবরাহ করবে, যা ৮০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত (৫০ মাইল) থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। রাশিয়ার ভেতরে হামলা চালাতে এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে না বলে ইউক্রেন আশ্বাস দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল
Comments