বরফের পানিতে পুতিনের ডুব, ভিডিও প্রকাশ

বরফের পানিতে পুতিনের ডুব, ভিডিও প্রকাশ
বরফের পানিতেও ডুব দিতে পিছু হটলেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ধর্মীয় রীতি পালন করতে গিয়ে তিনি বরফ-শীতল পানিতে নামেন। 
যিশু খ্রিস্টের ব্যাপটিজম এর স্মরণে অ্যাপিফ্যানি পরব উপলক্ষ্যে তিনি মস্কো থেকে সাড়ে ৩শ’ কিলোমিটার দূরের সেলিজার নামে একটি হ্রদের শীতল পানিতে ডুব দেন। 
এ সময় হ্রদের চারপাশের এলাকায় তাপমাত্রা ছিল মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস। ১৮ ও ১৯ জানুয়ারি এই আচার পালন করা হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, গত দুই বছর ধরেই পুতিন এমন পানিতে ডুব দিয়ে আসছেন। যদিও এবারই প্রথম জানা গেল। 
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিন বলেন, দারুন লাগছে। খবর বিবিসি।
ইত্তেফাক/আনিসুর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা