হুথিদের হামলায় নিহত ৯ সৌদি সেনা

হুথিদের হামলায় নিহত ৯ সৌদি সেনা
নিহত সেনাদের মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তা রয়েছে বলে খবরে বলা হয়েছে। ছবি: সংগৃহীত।
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাদের গোলাবর্ষণে সৌদি আরবের কমপক্ষে ৯ জন সেনা নিহত হয়েছে। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে এ হামলার ঘটনা ঘটেছে। খবর প্রেসটিভির।
শনিবার এক বিবৃতিতে সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণাঞ্চলীয় সীমান্তে হুথিদের সঙ্গে যুদ্ধে এসব সেনা নিহত হয়। এছাড়া সৌদি সামরিক বাহিনী, নিহত আল-আশা এলাকায় এক সেনার জানাযা ও দাফন অনুষ্ঠানের ছবি প্রকাশ করেছে।
হুথি’র পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় সৌদি সেনাদের ভয়াবহ ক্ষতি হয়েছে। হুথি সমর্থিত সেনারা জাফান ও জিজান এলাকার কয়েকটি অঞ্চল তাদের দখলে নিয়েছে।
খবরে আরো বলা হয়েছে, শুক্রবার হুথি সমর্থিত সেনারা সৌদি আরবের আসির ও নাজরান প্রদেশে সৌদি সেনাদের অবস্থানেও হামলায় চালায়। এতে বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে যার মধ্যে কর্মকর্তা পর্যায়ের সেনা রয়েছে।
ইত্তেফাক/এসআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা