চাপে পাকিস্তান, আমদানি পণ্যে ২০০ শতাংশ শুল্ক আরোপ ভারতের

চাপে পাকিস্তান, আমদানি পণ্যে ২০০ শতাংশ শুল্ক আরোপ ভারতের

কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার প্রেক্ষিতে ইতোমধ্যেই পাকিস্তানকে দেওয়া 'সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশ' (MFN)-এর তকমা প্রত্যাহার করেছে ভারত। এবার পাকিস্তান থেকে আমদানি পণ্যের ওপর বেসিক শুল্ক বাড়িয়ে এক ধাক্কায় ২০০ শতাংশ করল নয়াদিল্লি।


অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। গতকাল শনিবার ট্য়ুইট করে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন জেটলি। তিনি লিখেছেন, 'পুলওয়ামাকাণ্ডের পর পাকিস্তানকে দেওয়া 'MFN'-এর মর্যাদা প্রত্যাহার করেছে ভারত। এবার পাকিস্তান থেকে ভারতের আমদানি সমস্ত পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ২০০ শতাংশ করা হয়েছে।' 
উল্লেখ্য, গত বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় দেশটির কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) কনভয়ে জঙ্গিদের হামলায় ৪২ জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনেরও বেশি।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা