পাকিস্তানেও ভূকম্পন অনুভূত, তবে ক্ষয়ক্ষতি নেই

 পাকিস্তানেও ভূকম্পন অনুভূত, তবে ক্ষয়ক্ষতি নেই

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে আঘাতে কমপক্ষে ২৮০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছে।



মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে দেশটিতে এ ভূকম্প আঘাত হানে। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১।



এই ভূমিকম্পের প্রভাবে পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদসহ পেশওয়ার, ইসলামাবাদ, লাহোর, মোহমান্দ, বানের, পাঞ্জাব ও খাইবার পাখতুন খাওয়াতেও কম্পন অনুভূত হয়েছে।

এতে পাকিস্তানের ওইসব অঞ্চলের মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও আপাতত কোনও ক্ষয়ক্ষতি বা মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।



মার্কিন ভূতত্ত্ব জরিপকারী সংস্থা জানিয়েছে, পাকিস্তান-আফগানিস্তানের নিকটবর্তী খোস্ত এই ভূমিকম্প আঘাত হানে। ভূকেন্দ্র থেকে এই গভীরতা ছিল ৫১ কিলোমিটার। এটা আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের ৫০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত ছিল, ১২ কোটির মতো মানুষ এর কম্পন এলাকার মধ্যে ছিল।


বিডি প্রতিদিন/নাজমুল

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা