দেশে ফিরেই নওয়াজ ও মরিয়ম গ্রেফতার

দেশে ফিরেই নওয়াজ ও মরিয়ম গ্রেফতার
অবশেষে গ্রেফতার হলেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং তার মেয়ে মরিয়ম নওয়াজ। শুক্রবার লন্ডন থেকে পাকিস্তানের লাহোর বিমানবন্দরে পৌঁছালে তাদের গ্রেফতার করা হয়। সেই সাথে জব্দ করা হয় পাসপোর্ট।
পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন এক প্রতিবেদনে জানিয়েছে, ইতিহাদ এয়ারওয়েজের একটি বিমানে স্থানীয় সময় রাত পৌনে ৯টায় আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান নওয়াজ ও মরিয়ম। বিমানটি অবতরণের পর তাতে প্রায় ১২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য প্রবেশ করে।
সে সময় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) এর তিন সদস্য নওয়াজ ও মরিয়মের পাসপোর্ট জব্দ করেন। আর দেশটির জাতীয় জবাবদিহিতা মূলক সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিট ব্যুরো (এনএবি) আটক করেন নওয়াজদের।
লাহোর পৌঁছানোর পর নওয়াজ প্রতিষ্ঠিত রাজনৈতিক দল পিএমএল-এন এর পক্ষ থেকে তাদের এক গণ অভ্যর্থনা দেওয়ার কথা ছিল। কিন্তু সেই সংবর্ধনা পাচ্ছেন না নওয়াজেরা। লাহোর থেকে তাদের সরাসরি রাজধানীর ইসলামাবাদের আদিয়ালা জেলে নিয়ে যাওয়া হতে পারে।
তবে বিমানবন্দরের হজ্ব লাউঞ্জে নওয়াজ শরীফের মা বেগম শামীম আক্তারের সাথে নওয়াজ ও মরিয়মকে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়।
প্রসঙ্গত, অ্যাভেনফিল্ড ফ্ল্যাট দুর্নীতি মামলায় নওয়াজকে ১০ বছরের কারাদণ্ড দেয় পাকিস্তানের উচ্চ আদালত। আর নওয়াজকে এই কাজে সহযোগিতার জন্য মরিয়ম নওয়াজকে সাত বছরের জেল দেওয়া হয়।
বিডি প্রতিদিন/১৩ জুলাই ২০১৮/আরাফাত

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা