ইরান হামলা: 'আশ্চর্যজনকভাবে' পালিয়েছিলেন মার্কিন সেনারা/ ১৪ জানুয়ারি, ২০২০

ইরান হামলা: 'আশ্চর্যজনকভাবে' পালিয়েছিলেন মার্কিন সেনারা
ছবি: সংগৃহীত।
ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় আশ্চর্যজনকভাবে মার্কিন সেনারা পালাতে সক্ষম হয়েছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্টের সেনাবাহিনীর কর্মকর্তারা। খবর রয়টার্সের।
ইরাকের আইন আল আসাদে কর্মরত লেফটেন্যান্ট কর্নেল স্টেসি কোলম্যান বলেন, এটা আশ্চর্য ছিল এমন হামলায় কেউই হতাহত হয়নি।কে ভেবেছিল তারা এমন ক্ষেপণাস্ত্র হামলা চালাবে আর এতে কোন হতাহত হবে না।
জানা গেছে, হামলার দিন ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে প্রায় দেড় হাজার সেনা অবস্থান করছিল। মার্কিন সেনারা দাবি করছে, সেনা কর্মকর্তাদের দক্ষতায় তারা রক্ষা পেয়েছেন। এতে ইরানের প্রশংসা করার কিছু নেই বলেও জানিয়েছেন মার্কিন সেনারা। সেনা কর্মকর্তারা জানায়, ইরানের হামলায় সেনা ঘাঁটির বিভিন্ন আসবাব পত্র, অবকাঠামোর ক্ষয়-ক্ষতি হয়।
হামলার বিষয়ে মার্কিন স্টাফ সার্জেন্ট টমি কেল্ডওয়েল বলেন, আমাদের কাছে আগেই তথ্য ছিল যে হামলার ঘটনা ঘটতে পারে তাই আগে থেকেই আমরা আমাদের সবকিছু সরিয়ে নিয়েছিলাম।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি ইরাকের ইরবিল ও আইন আল-আসাদে অবস্থিত দুই মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান।তখন ইরান দাবি করে, ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় কমপক্ষে ৮০ মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়া ২০০ মার্কিন সেনা আহত হওয়ার কথা জানায় ইরান। কমান্ডার কাসেম সোলাইমানীর হামলার প্রতিশোধ নিতেই তখন ইরাকের দুই মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান।
ইত্তেফাক/এআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা