কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পক্ষে এরদোগান, মোদির তুরস্ক সফর বাতিল

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পক্ষে এরদোগান, মোদির তুরস্ক সফর বাতিল

ক্রমশই অস্থির হয়ে উঠছে ভারত-পাকিস্তান সম্পর্ক। এরই মাঝে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সুরে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আর তারই জের ধরে চলতি মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত তুরস্ক সফর বাতিল ঘোষণা করেছে নয়াদিল্লি।
জানা গেছে, জাতিসংঘে ভাষণে ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করা নিয়ে প্রশ্ন তোলে তুরস্ক।
তুর্কি প্রেসিডেন্ট সেদিন বলেন, কাশ্মীর ইস্যুকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা এবং সমৃদ্ধি থেকে কোনোভাবেই আলাদা করা যায় না। তাই আলাপ-আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা প্রয়োজন। সংঘর্ষের মাধ্যমে এ সমস্যার সমাধান নয়।
আগামী ২৭-২৮ অক্টোবর সৌদি সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী। সেখান থেকে তার আঙ্কারা সফরের সূচি নির্ধারিত ছিল।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা