এসএ গেমস থেকে সোনালি সুবাস আসছেই
- Get link
- X
- Other Apps
এসএ গেমসে আজ এ পর্যন্ত তিনটি সোনা জিতেছে বাংলাদেশ
নেপালে এসএ গেমস থেকে আজ সোনালি সুখবর আসছেই। মাবিয়া আক্তারের পর আজ ভারোত্তোলনে বাংলাদেশকে আরেকটি সোনার পদক এনে দিয়েছেন জিয়ারুল ইসলাম। ছেলেদের ৯৬ কেজি ওজন শ্রেণিতে সোনা জেতেন জিয়ারুল। এর আগে আজ ভারোত্তলনেই ৭৬ কেজি ওজন শ্রেণিতে সোনা জেতেন মাবিয়া।
স্বাগতিক নেপালের ভারোত্তোলক বিশাল সিংকে হারিয়ে সোনা জেতেন জিয়ারুল। স্ল্যাচে ১২০ কেজি ওজন তোলেন তিনি। ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ১৪২ কেজি। এরপর ফেন্সিংয়েও বাংলাদেশকে সোনার পদক এনে দিয়েছেন ফাতেমা মুজিব। মেয়েদের একক সাবরে ইভেন্টে সোনা জেতেন তিনি।

আরও পড়ুন :
সোনালি সুখবর এনে দিলেন মাবিয়া
সোনালি সুখবর এনে দিলেন মাবিয়া

- Get link
- X
- Other Apps
Comments