ভারতে ইসরোর রকেটে মহাকাশে গেল দু’টি ব্রিটিশ উপগ্রহ

ভারতে ইসরোর রকেটে মহাকাশে গেল দু’টি ব্রিটিশ উপগ্রহ
টানা পাঁচ মাস উেক্ষপণ বন্ধ থাকার পর ফের মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠালো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’ দু’টিই ব্রিটেনের উপগ্রহ। আর দু’টিই ইসরোর বাণিজ্যিক উেক্ষপণ।
ইসরো জানিয়েছে, গতকাল রবিবার রাত ১০টা ১০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার উেক্ষপণ কেন্দ্র থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বানানো পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল (পিএসএলভি) সিরিজের ‘সি৪২’ রকেটের পিঠে চাপিয়ে মহাকাশে পাঠানো হয়েছে ব্রিটেনের দু’টি উপগ্রহ-‘এসওয়ান-ফোর’ এবং ‘নোভাসার’কে। দু’টি উপগ্রহের মোট ওজন ৮০০ কিলোগ্রাম।
ব্রিটেনের দু’টি উপগ্রহকে মহাকাশে পাঠানোর জন্য ইসরোর বাণিজ্যিক শাখা ‘অ্যানট্রিক্স কর্পোরেশন লিমিটেড’র সঙ্গে চুক্তি হয় ‘সারে স্যাটেলাইট টেকনোলজি লিমিটেড’র। ওই উেক্ষপণের আগে শনিবার দুপুর ১টা থেকে ৩৩ ঘণ্টার কাউন্টডাউন শুরু করে ইসরো। -আনন্দবাজার পত্রিকা

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা