যে রোবটের চাহিদায় 'অবলুপ্তি' হতে পারে পুরুষের!

যে রোবটের চাহিদায় 'অবলুপ্তি' হতে পারে পুরুষের!
প্রযুক্তির উৎকর্ষতার অন্যতম সৃষ্টি রোবট। এটি মানুষের অনেক কাজকে সহজ ও গতিশীল করেছে। তবে হার্ভার্ড ইউনিভার্সিটির একজন গণিত বিশেষজ্ঞের গবেষণায় উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য। আর সেটি হচ্ছে সেক্স রোবটের চাহিদায় অবলুপ্তি হতে পারে পুরুষের। হ্যাঁ, নারীদের মধ্যে এই রোবটের চাহিদা এমনভাবেই বাড়ছে।
হার্ভার্ড ইউনিভার্সিটির ওই গণিত বিশেষজ্ঞের নাম ড. ক্যাথি ও'নিল। তিনি জানিয়েছেন, অদূর ভবিষ্যতে 'ম্যান রোবটস'-এ মজবেন নারীরা, এসব পুরুষ রোবট রান্নাও করতে পারে।
গবেষকের মতে, নারীরা শুধু ভালোবাসা ও যৌনতার বাইরে চান যেন তাদের ঘরের কাজকর্মও কেউ শেয়ার করে। স্বাভাবিকভাবেই বাড়ির সব কাজ মানুষের থেকে বেশিই ভালোভাবে করবে রোবট। তাই আগামী দিনে নারীদের ম্যান বটের আকৃষ্ট হওয়া অস্বাভাবিক কিছু নয়। 
বিশ্বের মোট পাঁচজন সেক্স রোবট নির্মাতা রয়েছে। তাদের ম্যান বটসের দাম ৫৪০০ ডলার থেকে ১৫,৭০০ ডলার পর্যন্ত। ডিলাক্স মডেলের জন্য সবচেয়ে বেশি দাম। যদিও বর্তমানে ৯৫ শতাংশ পুরুষই সেক্স রোবট ব্যবহার করে থাকে, তবে খুব শিগগিরই ছবিটা পাল্টে যাবে বলে মনে করা হচ্ছে।

হার্ভার্ডের ওই গবেষকের মতে, এতে পুরুষদেরই বিপদ বাড়বে। কারণ রোবটেরা তাদের ছাপিয়ে যাবে।
বিডি প্রতিদিন/ ই-জাহান

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা