সাইবেরিয়ায় ১৮ হাজার বছর পুরনো প্রাণীর সন্ধান!

সাইবেরিয়ায় ১৮ হাজার বছর পুরনো প্রাণীর সন্ধান!
১৮ হাজার বছর পুরনো প্রাণীটির সন্ধান মিলেছে পূর্ব সাইবেরিয়ায় বরফের নিচে। ছবি: সংগৃহীত
পূর্ব সাইবেরিয়ার ইয়াকুটস্ক বিশ্বের শীতলতম অঞ্চল বলেই পরিচিত। সারা বছরই বরফ ঢাকা এ অঞ্চলে সম্প্রতি দেখা মিলেছে একটি প্রাণীর প্রায় অক্ষত দেহ। দেখতে কুকুর কিংবা শেয়ালের ছানার মতো এই প্রাণীটি টনক নড়িয়ে দিয়েছে বিজ্ঞানীদের।
কারণ পরীক্ষার পর বিজ্ঞানীরা জানতে পেরেছেন এই প্রাণীর বয়স আঠেরো হাজার বছর! আশ্চর্যের ব্যাপার হলো এত বছর পরেও এর নাক, দাঁত এবং লোমশ চামড়া অক্ষত রয়েছে।
জেনোম পরীক্ষায় জানা গেছে, আশ্চর্যজনক এই প্রাণীটি পুরুষ। তবে এটি কুকুর না শিয়াল, তা নিয়ে এখনও ধন্দে বিজ্ঞানীরা। এর আগে এতটা অক্ষত অবস্থায় কোনও প্রাচীন প্রাণীর খোঁজ পাওয়া যায়নি।
সেন্টার ফর প্যালিওজেনেটিকসের পক্ষ থেকে টুইট করে এই তথ্য দেওয়া হয়েছে। বিজ্ঞানীদের একাংশের মতে, সেসময় কুকুরদের পোষ মানানোর চল শুরু হয়েছে কি না, তা খুব একটা স্পষ্ট নয়।
বিজ্ঞানীরা প্রাণীটির নাম দিয়েছেন ডোগার। স্থানীয় ভাষায় যার অর্থ- বন্ধু। এই বন্ধুই এখন বিজ্ঞানীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় প্রাণী। বিজ্ঞানীদের মতে, এই বন্ধুর কাছ থেকেই পাওয়া যেতে পারে প্রাচীন প্রাণী সম্পর্কে বেশ কিছু তথ্য।
ইত্তেফাক/এসইউ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা