সৌদি টিভির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে: ইরান

ছবি-সংগৃহীত
লন্ডন থেকে ফার্সি ভাষায় প্রচারিত সৌদি আরবের অর্থায়নে একটি টিভি চ্যানেলের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়।
শনিবার এক বিবৃতিতে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় বলেছে, সৌদি টিভি চ্যানেল ‘ইরান ইন্টারন্যাশনাল’ থেকে উসকানি পেয়ে নাশকতামূলক তৎপরতা চালানোর সময় এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
বিবৃতিতে আরো বলা হয়, জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যখন সাধারণ মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভ করছিল তখন বিবিসি ফার্সি’র মতো ইরান ইন্টারন্যাশনাল চ্যানেলও দেশব্যাপী জ্বালাও পোড়াও করতে দুস্কৃতকারীদের মারাত্মক উসকানি দেয়। চ্যানেলটি অনর্থক সামান্য ঘটনাকে বড় করে তুলে ধরে দুর্বৃত্তদেরকে বেপরোয়া করে তোলে এবং তাদেরকে আরো বড় ধরনের নাশকতামূলক তৎপরতা চালাতে উসকানি দেয়।
এছাড়া বিবৃতিতে চ্যানেলটির এমন তৎপরতাকে ইরানের শত্রুদেরকে সহযোগিতার শামিল বলে উল্লেখ করা হয়েছে।
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় থেকে আরো বলা হয়েছে, এই চ্যানেলে কর্মরত ব্যক্তি ও তাদের ঘনিষ্ঠজনদের সব সম্পদ বাজেয়াপ্ত করার পাশাপাশি তাদের সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে যারা দেশের বাইরে অবস্থান করছে তাদেরকে ধরে আনার জন্য ইন্টারপোলের সহযোগিতা নেয়া হবে।
গত ১৫ নভেম্বর ইরান সরকার হঠাৎ পেট্রলের দাম বৃদ্ধি এবং সবার জন্য নির্দিষ্ট পরিমাণ পেট্রল বরাদ্দ করার রেশন ব্যবস্থা কার্যকর করার ঘোষণা দেয়ার পর থেকে সেদেশে সরকারবিরোধী তুমুল বিক্ষোভ শুরু হয়।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, বিক্ষোভকে কেন্দ্র করে বিক্ষোভকারী ও দেশটির নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ১৪৩ জন। আহত হয়েছে শতাধিক। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সরকারবিরোধী এই আন্দোলনকে ‘ভয়ঙ্কর ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন।
এছাড়া দেশটি বিক্ষোভে এত জন নিহত হওয়ার সংখ্যা নিয়েও দ্বিমত পোষণ করে। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি, আল জাজিরা।
ইত্তেফাক/এসআর
Comments