পাকিস্তানে ইমরানবিরোধী অবস্থান অব্যাহত

পাকিস্তানে ইমরানবিরোধী অবস্থান অব্যাহত
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি-সংগৃহীত


পাকিস্তানে প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে অবস্থান ধর্মঘট অব্যাহত রেখেছে বিরোধী দল। ইসলামাবাদের রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারী অবস্থান নিয়েছে। কিছু রাস্তার পুরোটা বা আংশিক দখল করে রেখেছে বিরোধীরা। পার্লামেন্টের স্পিকার রাজনৈতিক দলগুলোকে জাতীয় সংলাপে বসার আহবান জানিয়েছেন। আর সরকার প্রধানমন্ত্রীর পদত্যাগ ব্যতীত অন্য সব দাবি মেনে নিয়ে বিরোধীদের সঙ্গে সংলাপে বসায় সম্মতি দিয়েছে। এদিকে দেশটির সেনাবাহিনী গতকাল আবারো সরকারের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। খবর ডন ও টাইমস অব ইন্ডিয়ার
রবিবার সন্ধ্যার মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিল বিরোধীরা। বিশেষ করে জমিয়ত উলেমা-ই-ইসলাম ফজলের প্রধান মাওলানা ফজলুর রেহমান ইমরান খানকে ‘পাকিস্তানের গর্বাচেভ’ উল্লেখ করে পদত্যাগের দাবি জানান। কিন্তু প্রধানমন্ত্রী ইমরান খান পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন। এরপর পরবর্তী করণীয় ঠিক করতে সব দলের সম্মেলন আহবান করেছেন মাওলানা ফজলুর রেহমান। গতকাল ছিল চারদিনের মতো বিরোধীদের অবস্থান। ‘আজাদি মার্চ’ নামের বিক্ষোভে সমর্থন দিয়েছে পাকিস্তান মুসলিম লীগ (এন), পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), পাখতুনখাওয়া মিল্লি আওয়ামী পার্টি, কওয়ামী ওয়াতান পার্টি, ন্যাশনাল পার্টি এবং আওয়ামী ন্যাশনাল পার্টি।


গতকাল সোমবারই সব দলের সম্মেলন হওয়ার কথা। তবে এতে অংশ নিচ্ছেন না পিপিপি প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি এবং পিএমএল (এন) নেতা শাহবাজ শরিফ। এত সংক্ষিপ্ত নোটিশে তারা অংশ নিতে পারবেন না দল দুটির সূত্র জানিয়েছে। পার্লামেন্টের স্পিকার আসাদ কায়সার সকল দলকে জাতীয় সংলাপে বসার আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক বিশেষ সহকারী ড. ফিরদৌস আশিক আওয়ান জানিয়েছেন, সরকার প্রধানমন্ত্রীর পদত্যাগ ব্যতীত অন্যসব দাবি মেনে নিতে রাজি। এজন্য বিরোধীদের সঙ্গে সংলাপে বসতেও সম্মত সরকার। এরই মধ্যে ফজলুর রেহমানের দলের এমপিদের পদত্যাগের গুঞ্জন উঠেছে। দলের এমপিরা ইতোমধ্যেই নেতার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তারা পদত্যাগ করলে সংকট বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইত্তেফাক/এএম

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা