Skip to main content

ভারতের বাজারে উন্নত প্রযুক্তির ইলেকট্রনিক স্পোর্টস শু! চমকে দিল শাওমি

Xiaomi Shoe

ছবি: টুইটার

ইলেকট্রনিক ডিভাইস ও গ্যাজেটের পর স্মার্ট জুতো ব্যবসায় আগেই নাম লিখিয়েছিল চিনা ইলেকট্রনিক গ্যাজেট প্রস্তুতকারী সংস্থা শাওমি। এ বার পুরুষদের জন্য শাওমি নিয়ে এল স্পোর্টস শুয়ের দ্বিতীয় সংস্করণ।
এই জুতোয় রয়েছে এমন সব যন্ত্রাংশ, যা দিয়ে কত পথ অতিক্রান্ত হয়েছে, কতটা পরিশ্রম হয়েছে এমন সব তথ্য পাওয়া যাবে। সূত্রের খবর, নতুন জুতোয় রয়েছে আগের থেকে আরও ভাল সেন্সর। যার ফলে আরও নিখুঁত তথ্য দেবে এই জুতো। এই জুতোর সঙ্গে শাওমির ‘মি ফিট’ অ্যাপের লিংক করিয়ে জানা যাবে ব্যবহারকারীর স্বাস্থ্য সম্পর্কিত যাবতীয় তথ্য।
আপাতত শাওমির ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মে এই জুতো পাওয়া যাবে। পরবর্তীতে অনলাইনে ও রিটেইল মার্কেটেও নিয়ে আসা হবে এই জুতোকে। আপাতত এই জুতোর দাম ঠিক করা হয়েছে ২৪৯৯ টাকা। এই জুতোগুলি ধাক্কা, হোঁচট ও পা পিছলে যাওয়ার ঝুঁকি কমাবে বলে দাবি করা হয়েছে শাওমির তরফে।
শুধু তাই নয়। এই জুতোগুলি ধুয়ে ফেলাও সহজ। ওয়াশিং মেশিনেও পরিষ্কার করা যাবে এই জুতোগুলি। আপাতত কালো, ধূসর ও নীল, এই তিন রঙে জুতোগুলি পাওয়া যাবে।
Anandabazar Patrika - Bengali Newspaper

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা