রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারে হস্তক্ষেপ চায় না রাশিয়া /অনলাইন ডেস্ক/বিডি প্রতিদিন

 রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারে হস্তক্ষেপ চায় না রাশিয়া
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারে হস্তক্ষেপের বিপক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া। মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে গণহত্যা চলছে বলে বিশ্বের একাধিক দেশ ও গণমাধ্যম দাবি করেছে।মিয়ানমারে হস্তক্ষেপের মাধ্যমে এ গণহত্যা বন্ধেরও দাবি জানিয়েছেন অনেকে। কিন্তু তার সঙ্গে দ্বিমত প্রকাশ করেছে বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ রাশিয়া।


গত ২৫ আগস্ট থেকে রাখাইনের গ্রামের পর গ্রামে আগুন লাগিয়ে দিচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী। রাজ্যটির প্রায় ২০০ গ্রাম এখন জনশূন্য। রাখাইন রাজ্যের শত শত মুসলিম সেনাবাহিনীর অভিযানে প্রাণ হারিয়েছেন। সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে চলে এসেছে প্রায় চার লাখ রোহিঙ্গা। পুরো বিষয়টিকে 'আন্তঃধর্মীয় সংঘাত' বলে আখ্যা দিয়েছে রাশিয়া।
শুক্রবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মিয়ানমারে ভীষণ আন্তঃধর্মীয় সংঘাত চলছে। এ সময় বাইরের কোনো হস্তক্ষেপ সেই সংঘাতকে আরও শোচনীয় করতে পারে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সেখানকার আন্তঃধর্মীয় বিবাদ আবার ফিরিয়ে আনতে পারে। এক্ষেত্রে আমরা রোহিঙ্গা মুসলিমদের বিভিন্ন সংগঠনের সমন্বিত বিবৃতি বিবেচনায় নিয়েছি। আমরা মিয়ানমার সরকারের পক্ষে সমর্থন প্রকাশ করছি এবং সন্ত্রাসীদের প্ররোচনা এড়িয়ে চলতে সব ধর্মের নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি।
বিডি প্রতিদিন/১৬ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা


Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা